বিদেশে এখন
0

সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে শ্রীলঙ্কায়

প্রেসিডেন্ট নির্বাচনের দু'মাস না পেরোতেই সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে শ্রীলঙ্কায়। ১ কোটি ৭১ লাখ মানুষের ভোট দেয়ার কথা থাকলেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি ভোটার উপস্থিতির হার।

২২৫ জনপ্রতিনিধি বাছাইয়ে ১৩ হাজারের বেশি পোলিং স্টেশনে আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। একজন ভোটার একটি আসনে পছন্দের ক্রমানুসারে তিন প্রার্থীকে ভোট দিয়েছেন।

১০ লাখ মানুষ প্রথমবার ভোটার হয়েছেন এই নির্বাচনে। ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হবে শুক্রবার। গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর অরুনা কুমার দিশানায়েকে ভেঙে দেন পার্লামেন্ট।

কারণ আইনসভায় তার জোট এন পি পির সদস্য ছিলেন মাত্র তিনজন। নতুন সব নীতি বাস্তবায়নে জনগণের সমর্থন নিশ্চিতে ক্ষমতা আরও মজবুত করতে হবে তাকে। ধারণা করা হচ্ছে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের ক্ষেত্রে এন.পি.পি'র সবচেয়ে বড় বাঁধা হতে পারে বিরোধী দল এস.জি.বি ও এন.ডি.এফ।

ইএ