এখন ভোট
0

ঢাকা-১৭ আসনে ভোট দিলেন শেখ রেহানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন বঙ্গবন্ধুর এ কন্যা। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এই আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মিডিয়া উপকমিটির সদস্য সচিব মোহাম্মদ এ আরাফাত এসময় শেখ রেহানার সঙ্গে ছিলেন।

এর আগে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ৮ টায় প্রথম ভোটার হিসেবে ভোট দিতে সিটি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন ধানমন্ডির সুধা সদনের বাসিন্দা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ ও ছোট বোন শেখ রেহানা।