এরই মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
সারাদেশে মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এসব কেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।
এবারের নির্বাচনে ১৯৭০ জন প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সাধারণত ভোটের আগের দিন রাতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। তবে এবার ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাবে। আর দুর্গম এলাকায় আগের দিনই ব্যালট পেপার পৌঁছে গেছে।
এদিকে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে অগ্রিম ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি দেশবাসীকে নির্বাচনে ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।