'মনোনয়ন দাখিলের সময় বাড়ানোর সুযোগ নেই'

শাহনুর শাকিব
ঢাকা
0

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব। কে নির্বাচনে এলো, কে এলো না, তার চূড়ান্ত সমীকরণও দাঁড়িয়ে গেলো এর মাধ্যমে।

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ায় অবশেষে বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন করে আর কোনো দলের নির্বাচনে অংশ নেয়ার সুযোগও আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

মনোনয়ন দাখিল কার্যক্রম পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন কমিশন সচিব। জানান, দাখিল করা মনোনয়নপত্র সংগ্রহ শেষে বলতে পারবো কতগুলো রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তাহলে কি শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংর্সদ নির্বাচন? এখন যদি বিএনপি কিংবা কোনো দল নির্বাচনে আসতে চায়, সে সুযোগ থাকছে কি? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ইসি সচিব বলেন, কোনোভাবেই সময় বাড়ানোর সুযোগ নেই।

এরআগে সকালে কমিশন সচিবালয়ে সিইসি'র সঙ্গে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, ভোটের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মন্ত্রী এবং সাকিব আল হাসান, নিক্সন চৌধুরী ও কাজী ফিরোজ রশিদসহ এ পর্যন্ত ১৫ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এসএস