দেশে এখন , বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫
0

জনগণের কথা মাথায় রেখে গণমুখী বাজেট: আইনমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে গণমুখী ও বাস্তবসম্মত বাজেট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জনগণের কথা মাথায় রেখে গণমুখী ও বাস্তবসম্মত একটি বাজেট পেশ করা হয়েছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর কিছুক্ষণ আগে মেরুন রঙের ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে যোগ দেন তিনি।

স্পিকারের অনুমতি নিয়ে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বিকেল সাড়ে ৪টার অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্য শেষ করেন।

এর আগে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আসু