ঢাবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি ভিসি
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি ভিসি | ছবি: এখন টিভি
1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জানান, কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ডাকসু সাদিক কায়েম ভিপি বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:

এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ সাত হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এসএস