তিতুমীর কলেজে ব্যানার টানানো নিয়ে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ

সরকারি তিতুমীর কলেজের মূল ফটক
সরকারি তিতুমীর কলেজের মূল ফটক | ছবি: সংগৃহীত
0

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল (শনিবার, ২২ নভেম্বর) সন্ধ্যায় তিতুমীর কলেজে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কলেজের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার টানায় শাখা ছাত্রশিবির। কলেজের ফটকে থাকা স্বাধীনতা গ্রাফিতি আড়াল হয়ে যাওয়ার অভিযোগ তুলে সে ব্যানার খুলে ফেলে ছাত্রদল কর্মীরা।

আরও পড়ুন:

এ নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

এফএস