এসময়, শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে ৭ নভেম্বরের মধ্যে সরকারের গঠিত কমিটিকে সুপারিশ দেয়ার আল্টিমেটাম দিলেও সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া বারবার আশ্বাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। এর আগে, ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা।





