দাবি আদায় না হলে দেশের সব ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি

প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতাদের সংবাদ সম্মেলন
প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতাদের সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
2

পূর্বঘোষিত ৩ দফা দাবি আদায় না হলে দেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

এসময়, শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে ৭ নভেম্বরের মধ্যে সরকারের গঠিত কমিটিকে সুপারিশ দেয়ার আল্টিমেটাম দিলেও সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া বারবার আশ্বাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা। এর আগে, ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

ইএ