বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরে বলেছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। কোনো প্রমোশনাল কোটা থাকবে না।
তাদের দাবি, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সব ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ বিএসসি পদবি ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন:
এসময় শিক্ষার্থীরা জানান, তাদের এ দাবিগুলো যৌক্তিক। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন, বিক্ষোভ চলছে। কিন্তু কতৃপক্ষ সেভাবে কোনো সমাধান দিতে পারছে না। যদি এ দাবিগুলো অল্প সময়ে না মানা হয়, তাহলে দেশের সব বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে বড় পরিসরে কর্মসূচি ঘোষণা করবেন তারা।





