মিছিলটি নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তার সঙ্গে ছিলেন সূর্যসেন হলের ভিপি আজিজুল হকসহ অন্য হল সংসদের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
এ সময় সারাদেশে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ব্যক্তিদের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ‘যে শিক্ষক জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামনে থেকে ভূমিকা রেখেছেন তাকে উদ্দেশ্য করে অনলাইন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ, ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হয়েছেন।’
এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শাহবাগ থানা ও এনটিভি ভবন ঘেরাও করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।





