দুই প্রার্থী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পোস্টে বিভিন্ন আইডি থেকে অশালীন মন্তব্য করা হচ্ছে। কোনো কোনো আইডি চিহ্নিত করা গেলেও অনেকগুলো চিহ্নিত করা যায়নি। এ অবস্থায় এর প্রতিকার ও বিচার চেয়ে কমিশনে অভিযোগ দেন তারা। এ ধরনের পরিস্থিতি নির্বাচনি পরিবেশ নষ্ট করবে বলেও মনে করেন তারা।
আরও পড়ুন:
অভিযোগ আমলে নিয়ে সেটি তদন্তের জন্য আচরণবিধি মনিটরিং কমিটির কাছে পাঠানোর ব্যবস্থার কথা জানায় কমিশন। এর আগেও একটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অনলাইনে এমন ঘটনা যেন কেউ না ঘটান সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তারা। প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অনুরোধ করে নির্বাচন কমিশন।





