চাকসু নির্বাচনে অনলাইন হয়রানির অভিযোগ, দুই নারী প্রার্থীর আবেদন

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চাকসু নির্বাচনে অনলাইন হয়রানির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন দুই নারী প্রার্থী। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্প্রীতির শিক্ষার্থী জোটের দুই প্রার্থী নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন।

দুই প্রার্থী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পোস্টে বিভিন্ন আইডি থেকে অশালীন মন্তব্য করা হচ্ছে। কোনো কোনো আইডি চিহ্নিত করা গেলেও অনেকগুলো চিহ্নিত করা যায়নি। এ অবস্থায় এর প্রতিকার ও বিচার চেয়ে কমিশনে অভিযোগ দেন তারা। এ ধরনের পরিস্থিতি নির্বাচনি পরিবেশ নষ্ট করবে বলেও মনে করেন তারা।

আরও পড়ুন:

অভিযোগ আমলে নিয়ে সেটি তদন্তের জন্য আচরণবিধি মনিটরিং কমিটির কাছে পাঠানোর ব্যবস্থার কথা জানায় কমিশন। এর আগেও একটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অনলাইনে এমন ঘটনা যেন কেউ না ঘটান সেদিকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তারা। প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অনুরোধ করে নির্বাচন কমিশন।

ইএ