চাকসু নির্বাচন: আজ থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা শুরু করেন তারা।

ছাত্রদল মনোনীত প্যানেল সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি এবং ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা চালান। 

এসময় তারা ভোটারদের কাছে ভোট চান। সেইসঙ্গে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন। এর আগে, চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ৪১৫ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

এরই মধ্যে খসড়া ব্যালট নম্বরও প্রকাশ করেছে কমিশন। এছাড়া আজ দুপুরে চবি সিনেট কক্ষে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রশাসন। 

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে বৈঠক। সেখানে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে এবং ভোটাররাও যাতে স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। 

এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তবে নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে কি না তা নিয়ে কোনো আলোচনা হয়নি আজ।

এসএইচ