চাকসু নির্বাচনে ভিপি পদে আবেদন করেছেন ২৫ জন। আর জিএস ও এজিএস পদে আবেদন করেছেন ২২ জন প্রার্থী। এরইমধ্যে ঘোষণা হয়েছে প্রায় ১০টি পূর্নাঙ্গ প্যানেল। অর্থাৎ ভিপি, জিএস ও এজিএস পদে প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে লড়ছেন ৩৯ শিক্ষার্থী।
এরইমধ্যে প্যানেলগুলো তাদের প্রার্থী পরিচিতির কাজ শেষ করেছে সংবাদ সম্মেলন করে। ছাত্র সংগঠনগুলোর এসব আয়োজনে ছিল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি। তবে এর বাইরে স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের প্রস্তুতি কেমন?
সংগঠনগুলো যেখানে দলগত প্রস্তুতি নিচ্ছে সেখানে একান্ত ব্যক্তি ভাবমূর্তি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা স্বতন্ত্র প্রার্থীদের। কিন্তু এতো সাংগঠনিক শক্তি, জনবল, অর্থের বিপরীতে কী কৌশল কাজে লাগাতে চান তারা? এক্ষেত্রে প্রতিযোগিতায় প্রচারণায় নতুনত্ব আনার চেষ্টা করছেন কেউ কেউ। এর বাইরে ইশতেহারেও ব্যতিক্রমী ও বাস্তবধর্মী বিষয়কে প্রাধান্য ও সাংস্কৃতিক দক্ষতাকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের কথা বলছেন তারা।
আরও পড়ুন:
চাকসু স্বতন্ত্র ভিপি পদ প্রার্থী ফয়সাল শিকদার বলেন, ‘যেহেতু আমাদের শাটলে অনেক সমস্যা আবাসনে সমস্যা রয়েছে। তাই আমি বিল্ডিং অথবা শাটলের মতো কিছু লিফলেট বানাতে চাচ্ছি। আমার যদি যোগ্যতা থাকে নেতৃত্বের গুণাবলী থাকে তাহলে অবশ্যই সবাই ইতিবাচকভাবে আমাকে গ্রহণ করবে।’
চাকসু স্বতন্ত্র জিএস পদ প্রার্থী আব্দুল্লাহ জায়েদ বলেন, ‘আমি বিভিন্ন ক্লাবে কাজ করেছি। বিভাগে যারা আছে সিনিয়র জুনিয়র এরাই আমার শক্তি।’
রাজনৈতিক সংগঠনগুলোর আধিপত্যবাদের বিরুদ্ধে ভোটাররা কী আসলেই রায় দেবেন? কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা ভাবছেন এটিই ট্রাম্প কার্ড। শিক্ষার্থীরা যেখানে দলে উপদলে বিভক্ত, সেখানে বড় একটি অংশ লেজুড়বৃত্তির বিপরীতে তাদের দিকেই রায় দেবেন বলে আশাবাদি তারা।
চাকসু স্বতন্ত্র ভিপি পদ প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমি কেনো দলে না গিয়ে কোনো মতাদর্শে বিশ্বাস না করে আমি স্বতন্ত্র থেকে এসেছি।’
চাকসু স্বতন্ত্র এজিএস পদ প্রার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে যে পলিটিক্স চলেছে এতদিন আমরা তাকে পলিটিক্স বলতে পারি না আমরা একে অপরাজনীতি বলতে পারি। রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা। এরমধ্যে থেকে বের হয়ে আসার জন্য আমাদের ভয়েস রেইস করতে হবে।’
বড় সংগঠনগুলোর নির্বাচনে খরচ করার সামর্থ্য থাকে বেশি। সেদিক থেকে ভোটের মাঠে একান্ত নিজের চেষ্টায় তাদের মোকাবিলা করাটা কষ্টকর হলেও অসম্ভব নয় বলছেন স্বতন্ত্র প্রার্থীরা।





