ল্যাব ও ক্লাস সংকট নিরসন, পরিবহন ও আবাসন সমস্যার সমাধান, ২৪ ঘণ্টা মেডিকেল সেন্টার সেবা চালু রাখার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনিক ভবন ঘেরাও, ক্লাস বর্জন, মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি লেট পেমেন্ট, ওয়েবার ফির নামে বিপুল অংকের টাকা জরিমানা করে। যা ছাত্রদের পক্ষে নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এসব ফি কমানোর দাবি জানান তারা।
তারা বলেন, ‘এসব সমস্যা দীর্ঘদিনের। প্রশাসন সমাধান না করে জিইয়ে রেখেছে। তাই দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচিতে গিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।’





