এবার পেছালো চাকসু নির্বাচন

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

দুর্গাপূজার বন্ধের কারণে তিন দিন পেছানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন (চাকসু)। ১২ অক্টোবরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের এক সভার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গতকাল ঘোষণা দেয়া হয় রাকসু নির্বাচনের নতুন তারিখ। কমিশন জানায়, আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

চাকসু নির্বাচন কমিশন জানায়, দুর্গাপূজার বন্ধের কারণে ২৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। খোলার পর প্রচার-প্রচারণার জন্য সময় পাওয়া যাবে মাত্র পাঁচ দিন, যা যথেষ্ট নয়। এছাড়া এ পাঁচ দিনে কমিশনারের পক্ষে নির্বাচনের প্রস্তুতি নেয়াও সম্ভব নয়।

আরও পড়ুন:

এজন্য প্রার্থীরা নির্বাচনে সময় পেছানোর আবেদন করেছিলেন। তারই প্রেক্ষিতে তিন দিন পেছানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে নির্বাচনি সপ্তাহে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তও হয়েছে।

এদিকে নির্বাচনের ঠিক দু'দিন আগে গতকাল পরিবর্তনের ঘোষণা দেয়া হয় রাকসু নির্বাচনের তারিখ। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন, নির্বাচন অনুষ্ঠিত করতে পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারায় এ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এতে ছাত্রদল ও বামমনা প্যানেলগুলো উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্ষোভ প্রকাশ করেছে শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।

ইএ