এসময় বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতীকী কাকতাড়ুয়া বানিয়ে সেটাতে আগুন দিয়ে পুড়িয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ বিক্ষোভে বিভিন্ন স্লোগানও দেন তারা।
আরও পড়ুন:
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো— জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত, একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজিতে চালু।
এছাড়া তাদের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়অরিও দেন শিক্ষার্থীরা।





