বাকৃবির সংকট সমাধানে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কম্বাইন্ড ডিগ্রির দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে তার কার্যালয়ে বৈঠক শুরু হয়।

প্রায় আধ ঘন্টাব্যাপী বৈঠকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা বৈঠকে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করে। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সঙ্গে কথা বলে আজকে রাতের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা।

আরও পড়ুন:

প্রশাসনের সিদ্ধান্ত জানার পর বৈঠক করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন শিক্ষার্থীরা। তবে দু’পক্ষই আশা করছে আলোচনার মাধ্যমেই চলমান সংকট নিরসন হবে।

ইএ