সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাবে অবরোধ

টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত
0

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন আটকে থাকা যাত্রী ও সাধারণ মানুষ।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ওই সড়ক পুরোপুরি অবরোধ করেন।

মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’—স্লোগানে তারা সেখানে অবরোধ কর্মসূচি পালন করছেন।

এদিকে দুপুর ১টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড় করেছেন বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, তাদের একটাই দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। সেটি করতে আর কোনো সময় দিতে তারা চান না।

টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাব অবরোধের কারণে বিপদে পড়েছেন এই দুই সড়ক ব্যবহারকারী পথচারী ও সাধারণ মানুষ। অবরোধের কারণে সৃষ্ট যানজট কয়েক কিলোমিটার পৌঁছে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এসএইচ