গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates for Nursing Admission)
- অনলাইনে আবেদন শুরু (Application Start): ১২ জানুয়ারি ২০২৬ (দুপুর ১২টা)।
- আবেদনের শেষ সময় (Application Deadline): ৩১ জানুয়ারি ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট)।
- আবেদন ফি জমার শেষ তারিখ (Fee Payment Deadline): ১ ফেব্রুয়ারি ২০২৬।
- প্রবেশপত্র ডাউনলোড (Admit Card Download): ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
- ভর্তি পরীক্ষার তারিখ (Admission Test Date): ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা)।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার মান বণ্টন (Nursing Admission Marks Distribution)
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অনুষ্ঠিত হবে।
বিষয় (Subjects) বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি বাংলা (Bangla) ১৫ ২০ ইংরেজি (English) ২০ ২০ গণিত (Mathematics) ১০ ১০ বিজ্ঞান (Science) ৪০ ৩০ সাধারণ জ্ঞান (General Knowledge) ১৫ ২০
আরও পড়ুন:
মেধা তালিকা ও নির্বাচন পদ্ধতি (Selection Process)
মোট ১৫০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা (Merit List) তৈরি করা হবে:
- ভর্তি পরীক্ষা (Admission Test): ১০০ নম্বর।
- এসএসসি জিপিএ (SSC GPA x 5): ২৫ নম্বর।
- এইচএসসি জিপিএ (HSC GPA x 5): ২৫ নম্বর।
- পাস নম্বর (Pass Marks): পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে।
ভর্তির যোগ্যতা ও শর্তাবলি (Admission Eligibility)
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো:
বিএসসি ইন নার্সিং (BSc in Nursing): শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ (GPA) থাকতে হবে ন্যূনতম ৬.৫০। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম গ্রহণযোগ্য নয়। এছাড়া এইচএসসিতে জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি (Diploma in Nursing & Midwifery): যেকোনো বিভাগ (Science/Arts/Commerce) থেকে এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে থাকা যাবে না।
শিক্ষাবর্ষ: ২০২১, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে দুই পরীক্ষার ব্যবধান ৩ বছরের বেশি হওয়া যাবে না।
পুরুষ কোটা: সরকারি প্রতিষ্ঠানে নার্সিং ও ডিপ্লোমা কোর্সে সর্বোচ্চ ১৫% এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২০% পুরুষ শিক্ষার্থী (Male Students) ভর্তি হতে পারবেন। তবে মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
মেধা তালিকা প্রণয়ন: মোট ১৫০ নম্বরের মধ্যে ফলাফল নির্ধারিত হবে। (এমসিকিউ ১০০ নম্বর + এসএসসি জিপিএ-র ৫ গুণ অর্থাৎ ২৫ নম্বর + এইচএসসি জিপিএ-র ৫ গুণ অর্থাৎ ২৫ নম্বর)। পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাওয়া শিক্ষার্থীরাই মেধা তালিকায় স্থান পাবেন।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার ফি (Admission Fee)
আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে:
- বিএসসি ইন নার্সিং: ৭০০/- (সাত শ) টাকা।
- ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি: ৫০০/- (পাঁচ শ) টাকা।
আবেদনের বিশেষ শর্তাবলি (Specific Admission Conditions)
নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
পাশের সাল: শিক্ষার্থীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মনে রাখতে হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যবধান কোনোভাবেই ৩ বছরের বেশি হতে পারবে না।
কোটা ও আসন: সরকারি প্রতিষ্ঠানে মোট আসনের সর্বোচ্চ ১৫ শতাংশ আসন পুরুষ শিক্ষার্থীর জন্য সংরক্ষিত।
- বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০ শতাংশ আসনে পুরুষ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী শিক্ষার্থীরাই আবেদনের যোগ্য।
আরও পড়ুন:
অনলাইনে তথ্যের উৎসসমূহ
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা নিচের ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে:
১. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: mefwd.gov.bd
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর: dgnm.gov.bd
৩. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল: bnmc.gov.bd
আরও পড়ুন:





