শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: এসএসসি, এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০ শতাংশ

এসএসসি, এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০%
এসএসসি, এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০% | ছবি: এখন টিভি
0

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধার সুখবর নিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ৯ বছর পর এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির সংখ্যা (Number of Scholarships) ২০ শতাংশ বাড়ানোসহ বৃত্তিপ্রাপ্ত (Revenue Sector Scholarship) শিক্ষার্থীদের মাসিক ও এককালীন অর্থের পরিমাণ  (Financial Benefits) বর্তমানের চেয়ে দ্বিগুণ করার একটি সমন্বিত প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এই প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে (Ministry of Education) পাঠিয়েছে।

মূল পরিবর্তনগুলো একনজরে (Key Highlights of the Scholarship Proposal)

প্রস্তাবনা অনুযায়ী, বৃত্তির সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি করা হবে এবং মাসিক ও এককালীন অর্থের পরিমাণ বর্তমানের তুলনায় সরাসরি দ্বিগুণ (Double the amount) করার কথা বলা হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান জানান, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই উদ্যোগ।

বৃত্তির সংখ্যা ও শিক্ষার্থীর হার (Scholarship Count and Ratio)

মাউশির মহাপরিচালক অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান জানান, প্রস্তাবনাটি কার্যকর হলে বর্তমানে বিদ্যমান ৪১ হাজার বৃত্তির সঙ্গে আরও নতুন ৮ হাজার ১৯২ জন শিক্ষার্থী যুক্ত হবে। এর ফলে মোট বৃত্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৪৯ হাজার ১৫১ জনে। দীর্ঘ ৯ বছর পর বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসএসসি ও এইচএসসি পর্যায়ের পরিবর্তন (SSC & HSC Level Updates)

এসএসসি (SSC): বৃত্তির সংখ্যা ২৫,৫০০ থেকে বাড়িয়ে ৩০,৬০০ করার প্রস্তাব করা হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তির (Talentpool Scholarship) মাসিক হার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০০ টাকা এবং সাধারণ বৃত্তির (General Scholarship) হার ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

এইচএসসি (HSC): বৃত্তির সংখ্যা ১০,৫০০ থেকে বাড়িয়ে ১২,৬০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তির মাসিক হার ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১,৬৫০ টাকা করা হবে।

স্নাতক পর্যায়ের আর্থিক সুবিধা (Undergraduate Level Benefits)

স্নাতক সম্মানে (Honours) বৃত্তির সংখ্যা ৪,৬৫০ থেকে বাড়িয়ে ৫,৫৮০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্যালেন্টপুল: মাসিক হার ১,১২৫ টাকা থেকে বাড়িয়ে ২,২৫০ টাকা।

সাধারণ: মাসিক ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা। একইভাবে স্নাতক পাস (Pass Course) কোর্সের শিক্ষার্থীদের জন্যও মাসিক ও এককালীন অনুদান দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বৃত্তির নতুন হার (Scholarship Rates at a Glance)

স্তর (Level)বর্তমান মাসিক টাকাপ্রস্তাবিত মাসিক টাকাএককালীন অনুদান (প্রস্তাবিত)
এসএসসি (ট্যালেন্টপুল)৬০০ টাকা১,২০০ টাকা১,৮০০ টাকা
এসএসসি (সাধারণ)৩৫০ টাকা৭০০ টাকা৯০০ টাকা
এইচএসসি (ট্যালেন্টপুল)৮২৫ টাকা১,৬৫০ টাকা৩,৬০০ টাকা
স্নাতক (ট্যালেন্টপুল)১,১২৫ টাকা২,২৫০ টাকা৩,৬০০ টাকা

কেন এই পরিবর্তন? (Rationale Behind the Increase)

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবশেষ ২০১৫-১৬ অর্থবছরে বৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল। গত এক দশকে শিক্ষা উপকরণের দাম কয়েকগুণ বাড়লেও বৃত্তির অর্থ বাড়েনি। এছাড়া জুনিয়র শিক্ষাবৃত্তি (Junior School Scholarship) বৃদ্ধির প্রস্তাবের ফলে উচ্চতর স্তরের বৃত্তির সঙ্গে যে অসামঞ্জস্য তৈরি হতো, তা দূর করতেই এই সমন্বিত প্রস্তাবনা (Integrated Proposal) তৈরি করা হয়েছে।

কবে থেকে কার্যকর হবে? (Effective Date and Implementation)

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান জানান, মাউশির প্রস্তাবটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি দ্রুতই অর্থ মন্ত্রণালয়ে (Ministry of Finance) পাঠানো হবে। আশা করা যাচ্ছে, চলতি অর্থবছর থেকেই শিক্ষার্থীরা এই বর্ধিত হারে বৃত্তি ও উপবৃত্তি (Scholarship and Stipend) সুবিধা ভোগ করতে পারবেন।

এসআর