চাঁপাইনবাবগঞ্জে দুই কলেজে পাশ করেনি কেউ

শতভাগ অকৃতকার্য করা দুই কলেজ
শতভাগ অকৃতকার্য করা দুই কলেজ | ছবি: এখন টিভি
2

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত ফলের বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ দুটি কলেজ থেকে মোট তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু তাদের কেউই পাশ করতে পারেননি।

প্রকাশিত ফলে দেখা যায়, ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগ থেকে দু’জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তারা নিয়ম অনুযায়ী পরীক্ষাতেও অংশ নেন। তবে তারা দুজনেই ফেল করেছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু তিনি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না হওয়ায় (অংশ না নেওয়ায়) অকৃতকার্য হিসেবে গণ্য হয়েছেন।

আরও পড়ুন:

এ বিষয়ে চকঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইফুর ইসলাম বলেন, ‘আমাদের কলেজ শাখার জন্য ১৬ জন শিক্ষক রয়েছেন। তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানে আসেন না। এছাড়া আমাদের প্রতিষ্ঠানটি নন-এমপিও ভুক্ত। তারা বেতন ভাতা না পাওয়ায় ক্লাসও করান না। যার কারণে প্রতিষ্ঠানটির পরীক্ষার ফল একেবারেই খারাপ।’

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, ‘পরীক্ষার ফল বিপর্যয় হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ নেব। এরপরই সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। যেন পরবর্তী প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে।’

এফএস