সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা দুটোই কমেছে। এ বছর পাসের হার ৫১.৮৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১৬০২ জন।

পাসের হার গত বছরের তুলনায় ৩৩.৫৩ শতাংশ কম। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই ফলাফলকে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ১০টায়, সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করে ৩৫ আহজার ৮৭১ জন। গড় পাসের হার ৫১.৮৬ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬০২ জন।’

বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ৮৯৩ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯ হাজার ৭৯২ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৩৭৯ জন।

এদিকে, মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ ৪৭ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২১ হাজার ৪৯৭ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৫৩ জন।

এছাড়াও বাণিজ্য বিভাগ থেকে ৯ হাজার ২৭২ জন অংশ নিয়ে পাস করে ৪ হাজার ৫৮২ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭০ জন।

৭ বছরের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে সর্বনিম্ন ফলাফল এর কারণ সম্পর্কে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়া, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি, গুণগত মানের শিক্ষকদের অভাবে গড় পাসের সংখ্যা কমেছে।’

সেজু