সাত কলেজের জন্য হচ্ছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

শিক্ষা
দেশে এখন
0

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার নাম 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব করা হয়।

‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামকরণের যুক্তি প্রসঙ্গে তিনি জানান, কয়েকটি নামের মধ্যে 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' নামটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন বলে জানান তিনি। তবে শিক্ষার্থীরা যা বলবে তাই চূড়ান্ত হবে বলে জানান চেয়ারম্যান।

ঢাকার সরকারি এই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৭ জানুয়ারি) এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না।

এসএস