আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।
বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার কোনোদিন স্থান হবে না জানিয়ে মিনু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ৩৩ জনকে ওসডি করেছেন। আপনারা তিন হাজার ৩০০জনকে ওএসডি করুন।'
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলার বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বিএনপির এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।