রাজধানীর সরকারি সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার নাম 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব করা হয়।