শিক্ষা
0

রোববার থেকে মাধ্যমিক স্কুল ও কলেজের ক্লাস চলবে: শিক্ষা মন্ত্রণালয়

আগামীকাল (রোববার, ৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৪ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে এক বিজ্ঞপ্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, রংপুরের চার ও ঢাকা বিভাগের দুই জেলাসহ মোট ২৫টি জেলায় আজ (শনিবার, ৪ মে) স্কুল, কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া চলমান তাপপ্রবাহের কারণে গত ২ মে পর্যন্ত দেশের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়। +

এদিকে আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।