শিক্ষা
0

৩ বছরেও শেষ হয়নি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ

৩ বছরেও শেষ হয়নি বান্দরবান সরকারি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণের কাজ। দুই দফা মেয়াদ বাড়ালেও নেই কাজের অগ্রগতি। এতে আবাসন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর থেকে পড়তে আসা শিক্ষার্থীদের। তাই দ্রুত হোস্টেলটির নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের।

বান্দরবানের বিভিন্ন উপজেলার দুর্গম এলাকা থেকে শিক্ষার্থীরা আসেন উচ্চশিক্ষার জন্য যাদের অনেকেই আবার অর্থনৈতিকভাবে খুব একটা স্বচ্ছল নন। আর তাই আবাসন সুবিধা না থাকা ও যাতায়াত ব্যয় বহন করতে না পেরে ঝরে পড়েন মাঝপথে।

তবে এই সংকট কাটাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বান্দরবান কলেজ ক্যাম্পাসে ২০২১ সালে শুরু হয় ১৩২ সিটের পাঁচতলা ছাত্রী হোস্টেল নির্মাণের কাজ।

কিন্তু ৩ বছর অতিবাহিত হওয়ার পরও শেষ হয়নি এই কাজ। কয়েক দফা কাজের মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি। ফলে দুর্ভোগ কাটেনি শিক্ষার্থীদের। আবাসন সংকটে অনেকেই করতে পারছেন না নিয়মিত ক্লাস। তাই দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি শিক্ষার্থীদের।

কলেজ শিক্ষার্থীদের একজন বলেন, 'আমরা যারা দূর থেকে পড়াশোনা করতে আসি তাদের জন্য ক্লাস করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে।'

আরেকজন বলেন, 'ছাত্রী হোস্টেল দুই বছর ধরে কাজ চলতেছে কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। তাড়াতাড়ি শেষ হলে খুবই ভালো হতো আমাদের জন্য।'

বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান বলেন, 'অনেক ছাত্রী তারা এখানে অনেক কষ্ট করে পড়ালেখা করতেছে। নিয়মিত তারা আসতে পারে না ক্লাস করতে। আবার অনেকের বাসা ভাড়া করে থাকার সামর্থ্য নেই। এই জন্য কলেজ হোস্টেল দ্রুত চালু হলে ছাত্রীদের জন্য সুবিধা হবে।' 

এদিকে বান্দরবান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, 'করোনা বন্যার কারণে দু'দফায় পিছিয়েছে কাজ। তবে এ বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।'

২০১৯ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ছাত্রী হোস্টেলটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এ আর এম ইঞ্জিনিয়ার্স।

ইএ