শিক্ষা
0

এবারও ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব

বরাবরের মতো প্রশ্ন ফাঁসের গুজব নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একযোগে রাজধানীসহ ৮টি বিভাগে শুরু হয় ২০২৩-২৪ সেশনের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা। ১০০ মার্কের পরীক্ষা চলে দেড় ঘণ্টা। ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১২ হাজার ২২৬ জন পরীক্ষার্থী । ১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৮ জন।

শিক্ষার্থীরা বলেন, 'লিখিত পরীক্ষার তুলনায় নৈর্ব্যক্তিকগুলো সহজ ছিলো।'

রাজধানীর পাশাপাশি দেশের সব বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেন্দ্রীকরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা। বলছেন সময়-খরচ দুটোই বেচে গেছে তাদের।

বরাবরের মতো এবারও প্রশ্নপত্র ফাঁসের গুজব ছিলো শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। বলেন, 'প্রতারক চক্র তিনদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হলো সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া।'

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর