ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, একদিনে সাড়ে ৪ শতাংশ দাম বেড়েছে বিটকয়েনের। এ সময়ে সর্বোচ্চ ৭১ হাজার ৯৭৯ ডলারের লেনদেন হয়েছে। এছাড়া সর্বনিম্ন লেনদেন হয়েছে ৬৬ হাজার ৭৫৩ ডলারে।
এদিকে আজকের দরের সঙ্গে তুলনা করে দেখা যায়, গত এক বছরে বিটকয়েনের দাম বেড়েছে ৪৪ হাজার ৪৯৫ ডলার। ২০২৩ সালের প্রতিটি বিটকয়েনের লেনদেন হয়েছে ২৬ হাজার ৮৫৫ ডলারে। যার বাজারমূল্য আজ ৭১ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
২০২৩ সালের শুরুতে বিটকয়েনের দাম ছিল মাত্র ১৬ হাজার ৫০০ ডলার। এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম ৬৯ হাজার মার্কিন ডলারে উঠেছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপগুলো তহবিল সংগ্রহের ক্ষেত্রে আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে।
ডাটা বিশ্লেষক সংস্থা পিচবুক জানিয়েছে, বিটকয়েনে বিনিয়োগ বাড়ার পেছনে দুটি ঘটনা প্রভাবক হিসেবে কাজ করেছে। একটি ওই সময় যুক্তরাষ্ট্রের সুদহার কমার প্রত্যাশা বেড়েছিল, অন্যটি মার্কিন বিটকয়েন স্পট ইটিএফের প্রকাশ বিনিয়োগকারীদের মাঝে নতুন আস্থা জুগিয়েছিল।
এর আগে ২০২২ সালের প্রথম প্রান্তিকে ক্রিপ্টো খাতে বিনিয়োগ সর্বোচ্চ চূড়া স্পর্শ করে। ওই সময় ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পর ডিজিটাল অ্যাসেট স্টার্টআপগুলোয় অর্থায়ন কমতে থাকে। মূলত বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়া উদ্বেগ ও শীর্ষ বিনিয়োগকারীদের সরে যাওয়া ক্রিপ্টোর বাজারে প্রভাব ফেলে।
সম্প্রতি স্পট বিটকয়েন ইটিএফের মার্কিন নিয়ন্ত্রকদের অনুমোদন প্রাপ্তি এ ধরনের সম্পদের বৈধতা বাড়িয়েছে। ফলে মার্চে বিটকয়েনের বিনিময় হার রেকর্ড ৭৩ হাজার ৮০৩ ডলারে পৌঁছেছে।