আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) বেলা ১১টায় প্রথমে তিনি হিলি স্থলবন্দরের বাজার মনিটরিং করেন এরপর উপজেলা হলরুমে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাটের উন্নয়ন,আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোতে এলসি সহজীকরণ, হিলি রেলওয়ে স্টেশনের আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দাবি করেন। এছাড়াও সীমান্তে মাদক নির্মূলে কাজ করার জোর দাবি জানান সাংবাদিকরা। এসময় জেলা প্রশাসক পর্যায়ক্রমে সবগুলো দাবি পূরণের আশ্বাস দেন।
বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এসএম হাবিবুল ইসলাম, দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হিলি স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরও অনেকে।