একনজরে মেট্রোরেলের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদের সর্বশেষ আপডেট
- নতুন সিদ্ধান্ত: মেট্রোরেলের টিকিটে ১৫% ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।
- কার্যকর সময়: নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এই সুবিধা ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
- আগের মেয়াদ: চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০২৫-এ এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
- সুবিধা: এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের আপাতত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না; অর্থাৎ ভাড়া অপরিবর্তিত থাকছে।
আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এনবিআর জানায়, মেট্রোরেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে এর আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছিল। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ অব্যাহতির মেয়াদ আরও বাড়ানো হলো।
আরও পড়ুন:





