পরিষেবা
অর্থনীতি
0

‘জ্বালানি সংকট নিরসনে সরকার এলএনজি আমদানিতে বাধ্য হচ্ছে’

গ্যাসের রিজার্ভ কমে আসায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। আর এ সংকট নিরসনে সরকার এলএনজি আমদানিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। গভীর সমুদ্রে ৩৫টি কূপ খনন করা হবে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) বিকেলে সচিবালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'গ্যাসের রিজার্ভ কমে আসায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। আর এই সংকট মেটাতে সরকার এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে।'

গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ২০২৫ সালের মধ্যে ৩৫টি কূপ খনন করা হবে। এর মধ্যে ১১টি কূপ খনন করবে বাপেক্স। আর বাকি ২৪টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দেয়া হবে।'

আগামী সপ্তাহেই এসব দরপত্র আহ্বান করা হবে বলে জানান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন হলে গ্যাসের সংকট কমে যাবে বলেও জানান উপদেষ্টা।

এসএস