পরিষেবা
অর্থনীতি
0

এলএনজি সরবরাহ বিঘ্ন হওয়ায় চট্টগ্রাম-বাখরাবাদ এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা

প্রাকৃতিক দুর্যোগ বা বৈরি আবহাওয়ার কারণে মহেশখালীর এফআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানায় তারা।

এর সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য এক বার্তায় গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে পেট্রোবাংলা।

এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছে, তাদের গ্যাস বিতরণ করা এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। বিকেল নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছে সংস্থাটি।

সাময়িক অসুবিধার জন্য কেজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এসএস