পরিষেবা
অর্থনীতি
0

মূল্যস্ফীতির চাপ থেকে আগামী বাজেটে স্বস্তি দেয়া হবে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির চাপ থেকে দেশের আগামী বাজেটে মানুষকে স্বস্তি দেয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ (রোববার, ২৬ মে) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

বৈঠকে খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি জানান, আগামী জুনে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড় করবে আইএমএফ।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী বলেন, 'সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য থাকলে, তার বিচার সেনাবাহিনীর।'

তিনি বলেন, 'সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে।'

আগামী অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আহরণ বাড়ানো প্রধান চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন আবুল হাসান মাহমুদ আলী।