পরিষেবা
অর্থনীতি
0

জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোর চেষ্টা চলছে: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ ( রোববার, ৫ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্জ ভন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ১২ হাজার ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলমান ও প্রক্রিয়াধীন। ৩ হাজার ২৫৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে আরও ৭ হাজার ৮৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।’ 

বায়ু বিদ্যুৎ নিয়ে আরও গবেষণা প্রয়োজন, যদিও ইতোমধ্যে উইন্ড ম্যাপিং সম্পন্ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ হবে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ‘স্মার্ট গ্রিড এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করা দরকার। সরকার চেষ্টা করছে, জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে।’

আলেকজান্ডা বার্জ ভন লিন্ডে বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের সাথে সুইডেন ও সুইডেনের কোম্পানি কাজ করছে। এর মাঝে এইচ অ্যান্ড এম, আইকেইএ ও লিন্ডেক্স অন্যতম।’

এ সময় তিনি দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লভিসা হোফম্যান।

ইএ