মোটরসাইকেল থেকে দিনে প্রায় সাড়ে চার লাখ টাকার টোল আদায়

.
পরিষেবা
অর্থনীতি
0

উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের একমাত্র যাতায়াতের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুতে ঈদের আগে একদিনে শুধুমাত্র মোটরসাইকেল পারাপার থেকে আদায় হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকার টোল।

আজ (বুধবার, ১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফিরতে অনেকেই পছন্দ করেন দু'চাকার মোটরসাইকেল। তারা ঈদে যানজট এবং ভিড় এড়াতেই ব্যবহার করেন মোটরসাইকেল। দু'চাকার এ যানবাহনে চড়েই পারি দেন শত কিলোমিটার পথ।

গতকাল (মঙ্গলবার, ৯ এপ্রিল) টাঙাইলের যমুনা নদীর উপর নির্মিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে মোটরসাইকেল পার হয়েছে ৯ হাজার ৩২৪টি। যা এর আগে একদিনে মোটরসাইকেল পারাপারের সংখ্যায় রেকর্ড। যা থেকে আদায় হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকার টোল।

মোটরসাইকেল পারাপারে দূর্ভোগ কমাতে সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে আলাদা চারটি টোল বুথ বসানো হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীদের এবার কোনো ধরণের ভোগান্তি পোহাতে হচ্ছে না।

এছাড়াও গত ১৩ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ১৩ হাজার যানবাহন পারাপারের বিপরীতে ৯৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।

এসএস