ডিজেল-কেরোসিনে কমলো ২.২৫ টাকা, অপরিবর্তিত পেট্রোল ও অকটেনে

Shahinur Sarkar
পরিষেবা
অর্থনীতি
0

জ্বালানি তেলের দাম কমিয়ে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে অকটেন ও পেট্রোলের দাম।

আগামীকাল (১ এপ্রিল, সোমবার) থেকে কার্যকর হবে এ দাম।

গেজেট অনুযায়ী, ডিজেলের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমিয়ে ১০৬.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনেও ২.২৫ টাকা কমিয়ে লিটারপ্রতি ১০৬.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে অকটেন ও পেট্রোলের দাম। বর্তমান বাজারে প্রতি লিটার অকটেনের দাম ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা।

এর আগে গত ৭ মার্চ জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সে দফায় পেট্রোলের দাম লিটারে ৩ টাকা, অকটেনে ৪ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে কমানো হয়েছিল ৭৫ পয়সা।

এসএসএস