স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস জানায়, মাস খানেক আগে পাইপলাইনের ওপর একটি টিনের ঘর তৈরি করে বহিরাগত এক মানুষ। সে মিরসরাই ইকনোমিক জোনে চাকরি করে বলে সবাইকে পরিচয় দিতো।
তারা জানায়, কিন্তু সকালে তার ঘরে প্রবেশ করে দেখা যায় ঘরের ভেতর অভিনব কায়দায় বিশাল এ পাইপলাইন ফুটো করা। সেখান থেকে ড্রামে ড্রামে তেল সংগ্রহ করছিলো সে। যা পরে বাইরে বিক্রি করতো।
আরও পড়ুন:
পাইপলাইন ফুটো হয়ে সে তেল আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনকে তেল সংগ্রহ করতে দেখা যায়। পরে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি।
এদিকে তেল পাইপলাইন মেরামতে কাজ করছে ফায়ার সার্ভিস।
২০২৫ সালে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহ করতে ২৪১ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন নির্মাণ করে বিপিসি। এ পাইপলাইনে ৩৫০ টন জ্বালানি প্রতি ঘণ্টায় ঢাকায় পাঠানো সম্ভব।





