জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ধীর গতির কারণে রেল সংযোগের কাজ হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে সেই সংশয় কাটছে। ১২০২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই রেল প্রকল্পের কাজ অচিরেই পুরোদমে শুরু হবে বলে মনে করছেন এলাকাবাসী।
তারা জানান, মাগুরাবাসীর চাওয়া পাওয়া ছিল রেললাইন হবে সেটা এখন পূরণ হচ্ছে। আমাদের জমির উপর দিয়ে যাবে এই রেললাইন।
প্রায় ২০ কিলোমিটার রেললাইন ও রেল ব্রিজ তৈরি প্রকল্পে মাগুরা অংশে জমি অধিগ্রহণ বাবদ খরচ হবে ১১৪ কোটি টাকা। শিগগিরই প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এখন টেলিভিশনকে তিনি বলেন, '১১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিবে সরকার। তারমধ্যে আমরা ১৬ টি চেকের মধ্যে দিয়ে শুরু করলাম। আগামী সপ্তাহের মধ্যে আরও ৫০ টি চেকের মতো আমরা দিতে পারবো।'
রেল সংযোগ স্থাপনের মাধ্যমে দ্রুতই মাগুরার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আসবে এমনটাই আশা মাগুরাবাসীর।