বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।
মিয়ানমারের থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত হয়, যা শুক্রবারের শীর্ষ সম্মেলনে বিবেচনায় নেওয়া হবে।