চুক্তি
অর্থনীতি
0

'আইএমফের ঋণের পরবর্তী কিস্তি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে পাওয়া যাবে'

আর্থিক খাত সংস্কারে আইএমএফ ও বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহয়োগীদের কাছে আরও ছয় বিলিয়ন ডলার প্রত্যাশা করেছে সরকার। আইএমএফ এর ৪.৭ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী কিস্তি ১.১ বিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করে বাংলাদেশ সফররত আইএমএফ'র একটি প্রতিনিধি দল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফর সাথে ৪.৭ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি চলমান। এরই মধ্যে তিন কিস্তি ছাড় করেছে সংস্থাটি। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত প্রতিপালনের অগ্রগতি জানতে বাংলাদেশ সফরে এসেছে আইএমএফ'র একটি প্রতিনিধি দল।

রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং খেলাপি ঋণসহ সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় প্রতিনিধি দলের সাথে। এসব বিষয়ের অগ্রগতি তুলে ধরা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, 'আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে আইএমএফ। দেশের মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আর্থিক খাতে এমন পদক্ষেপ নেয়া হবে যাতে আগামীর সরকার তা অনুসরণ করতে পারে।'

এসএস