৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
1

দুপুর থেকে টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাতে পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে নিজ কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অবরুদ্ধ ছিলেন তিনি। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ কক্ষ থেকে বের হন তিনি।

রাত ৮টার দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ বাঁশি দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এসময় আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যে অফিস অর্ডার জারির জারির আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন সচিবালয়ের কর্মচারীরা।

এর আগে আজ দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন অর্থ উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন থেকে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে জড়ো হন।

আরও পড়ুন:

পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং অবরুদ্ধ করেন। হ্যান্ডমাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন তারা। এর অংশ হিসেবেই অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসএস