এছাড়া, ব্যাংকের তারল্য সংকট নিরসনে বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশ তারল্য চেয়েছে বলেও জানান তিনি। বলেন, সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তারা সহায়তার আশ্বাস দিয়েছে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা বিশ্বব্যাংককে বলেছি আমাদের সংস্কারের জন্য সহায়তা দরকার, আমাদের অতি দ্রুত একটা বাজেট সাপোর্ট দরকার।
তারল্য সহায়তার ব্যাপারেও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার কথা জানান তিনি। বলেন, 'ওরা দিতে সম্মত হয়েছে। আমি পরবর্তীতে আরও কথা বলবো। মোটামুটি ইতিবাচক। এ ব্যাপারে আরও আলোচনা হবে। কিন্তু আলোচনা হবে মূলত আমরা কীভাবে বাস্তবায়ন করবো সেটা নিয়ে।'
সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আরও বলেন, 'বিশ্বব্যাংক আমাদের সবচেয়ে বড় দাতাগোষ্ঠী। অতএব তাদের কাছ থেকে আমাদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দরকার।'
সালেহউদ্দিন আহমেদ জানান, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তারা দেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তা করবে। তারা যেসব শর্ত দিবে সেগুলো যেন বাস্তবায়নযোগ্য হয় সে বিষয়টি দেখার জন্য বিশ্বব্যাংকে বলা হয়েছে।