শিল্প-কারখানা
অর্থনীতি
0

ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি ২০২৪-২০২৫ সালে ৪৯ তম আখ মাড়াই শুভ উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে চিনিকলটির ৪৯ তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

এর আগে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক,পরিকল্পনা ও উন্নয়ন) আজাহারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ জানান , ২০২৩-২০২৪ রোপণ মৌসুমের ৪ হাজার ২ শত ৫২ একর জমির দণ্ডায়মান আখ হতে ৭৫ হাজার হতে ৮০ হাজার মেট্রিকটন আখ প্রাপ্তি সাপেক্ষে ৭৫ হতে ৮০ দিনে লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬.৫ ভাগ। যা থেকে চিনি উৎপাদন হবে প্রায় ৫০০০ মেট্রিক টন

অনুষ্ঠানে সাতটি সাবজোনের বিশিষ্ট আখ চাষি সুব্রত ঘোষ, দয়াল প্রামানিক, রিয়াজুল ইসলাম, জাহিদ হোসেন, শওকত আলী খান,সিরাজুল ইসলাম,রিপন হোসেন,সিরাজুল ইসলাম,আয়েন উদ্দিনসহ ১৪ জন আখ চাষিকে পুরস্কার, সনদপত্র দেওয়া হয়।

ইএ