শিল্প-কারখানা
অর্থনীতি
0

উদ্ভূত পরিস্থিতিতে সব পোশাক কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর নির্দেশনা

আশুলিয়া ও ফতুল্লায় গার্মেন্টেসে হামলা-ভাঙচুর

দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ (রোববার, ৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারি ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হইল।’

আজ দিনব্যাপী সহিংসতায় পোশাক শিল্প প্রতিষ্ঠানসহ অসংখ্য প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

আশুলিয়ার জিরানী ‌এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে দেয়া তথ্যে এটি জানা গেছে।

সংস্থাটি জানায়, আজ সন্ধ্যায় আশুলিয়ার জিরানি এলাকায় সিনহা টেক্সটাইল, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপ ও বেঙ্গলসহ পাঁচটি তৈরি পোশাক কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টিম পাঠায় ফায়ার সার্ভিস, তবে তাদের গাড়ি যেতে দেয়া হয়নি।

এদিন দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে বিসিক শিল্পনগরী, কায়েমপুর, শিবু মার্কেট, ফতুল্লা পোস্ট অফিস রোড, হাজীগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় তারা শ্রমিকদের বাইরে বেরিয়ে আসার আহবান জানায়। পরে মালিকপক্ষ গার্মেন্টস ছুটি দিয়ে দেয়।

এদিকে রোববারের সহিংসতার ঘটনায় আগামীকাল সোমবার থেকে তিনদিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে।

tech