শিল্প-কারখানা
অর্থনীতি
0

'ঈদের আগে কোনো শ্রমিক ছাটাই করা যাবে না'

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, 'ঈদের পূর্বে কোনো শ্রমিক ছাটাই করা যাবে না।'

আজ (বুধবার, ২৭ মার্চ) রাজধানীর সচিবালয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন পরিশোধ করতে হবে।'

শ্রমিকদের ছুটির বিষয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘মালিক-শ্রমিকদের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করতে হবে। যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে শ্রমিকদের।'

কোনো ক্রমেই শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর