নির্বাচনে নারীর গুরুত্ব উপেক্ষিত, দলগুলোকে প্রশ্ন করতে উপদেষ্টা শারমীনের আহ্বান

শারমীন এস মুরশিদ
শারমীন এস মুরশিদ | ছবি: সংগৃহীত
0

রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি দাবি করে, রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে হবে বলে মন্তব্য করেছেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘নারী নির্যাতন এখনও বন্ধ করা যায়নি তবে, গত দেড় বছর ধরে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নারী সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

আরও পড়ুন:

এদিকে, গণভোটকে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের নিরাপদে বেড়ে ওঠার নিশ্চয়তা দাবি করে, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫৬ লাখ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।

এছাড়া, নির্বাচনে আওয়ামী লীগের না থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়। দলটির দায় দেশের জনগণের কাছে।

এএম