শিল্প-কারখানা
অর্থনীতি
0

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ইউনিটপ্রতি বাড়ল ৭৫ পয়সা

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন দাম চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে আসা প্রজ্ঞাপনটিতে ২৫ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করা রয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, ক্যাপটিভ বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র) এর প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। অপরদিকে সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ক্ষেত্রে ১৪ টাকার প্রতি ঘনমিটার ১৪ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর