আজ (রোববার, ১৩ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজারে এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে নতুন দাম ঘোষণা করে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমদানিকৃত গ্যাস দিয়ে চাহিদা মেটানো হয়। তাই ৩৩ শতাংশ দাম বৃদ্ধিও যথেষ্ট না। তবে, যতটুকু না বাড়ালেই নয়, সে বিবেচনায় প্রতি ঘনমিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।’
তার তথ্যানুযায়ী, নতুন দাম অনুযায়ী শিল্প গ্রাহকদের জন্য অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহার করলেই ঘনমিটারে ১০ টাকা বেশি গুণতে হবে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি গণ শুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে প্রতি ঘনমিটার ৭৫ দশমিক ৭২ টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা।