ইসরাইলি প্রযুক্তিবিদরা পানির পাইপলাইনে ছোট টারবাইন বসিয়েছেন। যখন পানি উচ্চচাপে এ পাইপগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন এই টারবাইনগুলি ঘুরতে শুরু করে। পানির প্রবাহের ফলে সৃষ্ট এ ঘূর্ণন শক্তিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করা হয়।
এ প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত জ্বালানি বা বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না, কারণ এটি সম্পূর্ণরূপে পানির স্বাভাবিক চাপ এবং গতিবেগের ওপর নির্ভরশীল।





